নোয়াখালী (সেনবাগ প্রতিনিধি) : আগামীকাল ৫ জানুয়ারি গনতন্ত্রহত্যা দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচীরর অংশ হিসেবে সেনবাগেও ২০ দলীয় জোট শান্তিপূর্ন নিয়মতান্ত্রিক কর্মসূচী পালনের উদ্যোগ নেওয়ার কথা। কারন দেশের গণতান্ত্রিক মানুষ এ কর্মসূচীতে অংশ নিতে স্বৈরশাসন অবসানে উম্মুখ হয়ে আছে।
কিন্তু এ ব্যাপারে বিএনপির নেতা সাবেক বিরুধী দলীয় চীপহুইপ জয়নাল আবদীন ফারুকের সাথে জোটের শরীক দল জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাওলানা ইয়াসিন করিম কর্মসূচী বাস্তবায়নের জন্য যোগাযোগ করলে ফারুক বলেন, গণতন্ত্রহতা দিবস কর্মসূচী পালন হবে ঢাকা এবং নোয়াখালী জেলাতে, সেনবাগে নয়।
এই নিয়ে বিএনপির সেনবাগের তৃনমূল নেতা কর্মী ও জোটের শরীক দল জামায়াত এবং তাদের ছাত্র সংগঠন ছাত্রশিবিরের মধ্য তীব্র ক্ষোভ বিরাজ করছে।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি ২০১৪ অবৈধ সরকারের নীল নকশার প্রহসনের নির্বাচনের পর জয়নাল আবদীন ফারুক সেনবাগের নিজদলীয় নেতা কর্মী ও জোট নেতাদের সাথে সেনবাগে কোনো কর্মসূচী পালন করে নাই।
দৈনিক সেনবাগের কণ্ঠ/এম এ আর/৪ জানুয়ারি ২০১৫।