সেনবাগে বিএনপি জামায়াতের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ||

সেনবাগ: ২০দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ চলাকালনি মঙ্গলবার ভোরে নোয়াখালীর সেনবাগে উপজেলার সেবারহাট বাজারে সংবাদপত্র বহনকারী মাইক্রোবাসে অগ্নি সংযোগের ঘটনায় বিএনপি ও জামায়তের ২২জন নেতাকর্মীকে আসামী করে মামলা করেছে পুলিশ।

বুধবার রাতে সেনবাগ থানার এস.আই মো. ইয়াছিন বাদি হয়ে থানায় মামলা (নং ৪) দায়ের করেন। মামলায় বিএনপি ও জামায়তের বিভিন্ন পর্যায়ের ২২জন নেতাকর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাত আরো অনেককে আসামি করা হয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করে সেনবাগ থানার ওসি মো. মমিনুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যহত রয়েছে।

                                                                                 
দৈনিক সেনবাগের কণ্ঠ/এমএআর/১৫ জানুয়ারি২০১৫।

Post a Comment

Previous Post Next Post