লতিফ সিদ্দিকীর ফাঁসি চায় ওলামা লীগ ||

ফ্রান্সের ব্যঙ্গাত্মক ম্যাগাজিন শার্লি হেবদোতে মহানবী (স.) এর কার্টুন ছাপানোর প্রতিবাদে আওয়ামী ওলামা লীগসহ সমমনা ১৩ ইসলামিক দল মানবন্ধন কর্মসূচি পালন করেছে।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা শার্লি হেবদো কর্তৃপক্ষের জড়িতদের ফাঁসির দাবি জানান। তারা বলেন, মহানবীর ব্যঙ্গচিত্রকে সমর্থনকারী ফ্রান্সসহ সমমনা দেশ গুলোকে ক্ষমা চাইতে হবে অন্যথায় তাদের সাথে কূটনৈতিক সর্ম্পক ছিন্ন করা হবে।

সেই সঙ্গে হজ নিয়ে কটূক্তি করায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবি জানানো হয় মানববন্ধনে।

বক্তারা আরো বলেন, ২০ দলের ডাকা লাগাতার অবরোধে অগ্নিসংযোগ ও নাশকতায় জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। নিরীহ লোকজন মারা যাচ্ছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হরতাল-অবরোধ বন্ধে অবিলম্বে সরকারকে কঠোর আইন প্রণয়ন করতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন আওয়ামী ওলামা লীগ সভাপতি মাওলানা মুহম্মদ আখতার হুসাইন বুখারী, সাধারণ সম্পাদক জাতীয় কুরআন শিক্ষা মিশনের সভাপতি লায়ন মাওলানা মুহম্মদ আবু বকর ছিদ্দীক্ব, বঙ্গবন্ধু ওলামা পরিষদের সাধারণ সম্পাদক শেখ মুফতি মুহম্মদ মাসুম বিল্লাহ নাফিই, আওয়ামী ওলামা লীগের সাধারণ সম্পাদক কাজী মাওলানা মুহম্মদ আবুল হাসান শেখ শরীয়তপুরী, সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদের সভাপতি মাওলানা মুহম্মদ আব্দুস সাত্তার, উলামা মাশায়েখ ঐক্যজোটের সভাপতি মুফতি মাওলানা মুহম্মদ আব্দুল হালিম সিরাজী, যুগ্ম সম্পাদক মাওলানা মুহম্মদ শহীদুল ইসলাম, ওলামা লীগের দপ্তর সম্পাদক মাওলানা মুহম্মদ শওকত আলী শেখ সেলিমপুরী প্রমুখ।

দৈনিক সেনবাগের কণ্ঠ/ ২৪ জানুয়ারি ২০১৫।

Post a Comment

Previous Post Next Post