আরাফাত রহমান কোকোর মৃত্যুতে জামায়াত-শিবিরের শোক ||

২০ দলীয় জোটের নেত্রী, বিএনপির চেয়ারপারন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। ইসলামী ছাত্রশিবিরও কোকোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে।

শনিবার দলটির ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান যুক্ত শোকবাণীতে এ শোক প্রকাশ করেন।

শোক বাণীতে তারা বলেন, ২০ দলীয় জোটের নেত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র জনাব আরাফাত রহমান কোকোর আকস্মিক ইন্তেকালে আমরা গভীর শোক প্রকাশ করছি। মরহুমের জীবনের সকল নেক আমল কবুল করে আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। আমরা শোকাহত নেত্রী বেগম খালেদা জিয়া এবং তার পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি জানাচ্ছি। তাকে এই শোক সহ্য করার তাওফীক দানের জন্য আমরা মহান আল্লাহর কাছে দোয়া করছি।’

অপর এক শোকবার্তায় আরাফাত রহমান কোকোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান।

দৈনিক সেনবাগের কণ্ঠ/ ২৪ জানুয়ারি ২০১৫।

Post a Comment

Previous Post Next Post