শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর (৪৫) ইন্তেকাল শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সাবেক আমীর প্রয়াত গোলাম আযমের স্ত্রী সৈয়দা আফিফা আযম।
এক শোক বার্তায় শনিবার সন্ধ্যায় তিনি বলেন, কোকোর এই আকস্মিক ইন্তেকালে আমি এবং আমার পরিবারের সকল সদস্যের পক্ষ থেকে বেগম খালেদা জিয়া এবং উনার শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি জানাই আন্তরিক শোক এবং গভীর সমবেদনা।
তিনি বলেন, প্রিয়জনের বিদায় সকলের জন্যই অত্যন্ত বেদনাদায়ক। আর তা যদি হয় কোনো মা’কে তার সন্তান বিদায় দেওয়ার মতো ঘটনা, তবে তার বেদনা কতটা যে অসহনীয় তা সহজেই অনুমেয়। এই বিদায়ের কষ্টে সান্ত্বনা দেওয়ার জন্য কোনো ভাষাই যথেষ্ট নয়।
গোলাম আযমের সহধর্মিনী বলেন, মহান আল্লাহর কাছে আরাফাত রহমান কোকোর জন্য দোয়া করি তিনি যেন মরহুমকে জান্নাতবাসী করেন। আমি আরও দোয়া করি আল্লাহ যেন বেগম জিয়া এবং উনার পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার মতো শক্তি ও সবর দান করেন।
দৈনিক সেনবাগের কণ্ঠ/ ২৪ জানুয়ারি ২০১৫।