পুলিশি হামলায় বরিশালে ৫০ আইএইচটি শিক্ষার্থী আহত : গ্রেফতার ১৩

বরিশাল ব্যুরো : বরিশালে আন্দোলনরত ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি-আইএইচটি শিক্ষার্থীদের ওপর পুলিশের বেধড়ক লাঠিপিটায় অন্তত ৫০ শিক্ষার্থী আহত হয়েছে। এসময় শিক্ষার্থীরা পুলিশের দিকে পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করলে ৩ পুলিশ সদস্যও আহত গতকাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপতাল সংলগ্ন গেটে এ হামলা-পাল্টা হামলার ঘটনায় পুলিশ আইএইচটির আন্দোলন কমিটির আহ্বায়ক মোঃ হোসেনসহ ১৩ ছাত্রকে গ্রেফতার করেছে। হামলার সময় পুরুষ পুলিশ সদস্যরা ছাত্রীদের বেধড়ক লাঠিচার্জ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আইএইচটি শিক্ষার্থীরা জানান, মেডিকেল টেকনোলজিস্ট- ধাইএসটি ফার্মেসী ও রেডিওথেরাপীসহ সকল অনুষদে বিএসসি কোর্স চালু, স্বতন্ত্র বোর্ড গঠন এবং বন্ধ থাকা নিয়োগ প্রক্রিয়া ফের চালু করাসহ ১০ দফা দাবিতে গত ১৫ দিন ধরে তারা ধারাবাহিকভাবে শান্তিপূর্ণ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করছিলেন। তারই অংশ হিসাবে গতকাল সকাল সাড়ে ১০টায় মেডিকেল কলেজ হাসপাতালের সামনে কয়েকশত ছাত্র-ছাত্রী মানববন্ধনে অংশ নেয়।
কিন্তু পুলিশ আকস্মিকভাবেই শান্তিপূর্ণ ঐ কর্মসূচীতে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে মানববন্ধন প- করে দেয়। এতে কমপক্ষে ৩০ জন ছাত্র-ছাত্রী আহত হয়। আহত সুরাইয়া, তন্নী, রিনা, নিপা, পলি, নিশাত, সুপর্না, স্বপ্নাসহ ৪০ ছাত্র-ছাত্রীকে শেরে এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইএইচটি শিক্ষার্থীরা জানান, ঘটনাস্থলে মহিলা পুলিশ থাকলেও ছাত্রীদের ওপর লাঠিচার্জ করেছে পুুরুষ পুলিশ সদস্যরা। এমনকি তারা ছাত্রীদের ধরে টানা হেঁচড়াও করেছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার-দক্ষিণ গোলাম রউফ খান সাংবাদিকদের বলেন, ‘আইএইচটি শিক্ষার্থীরা বুধবার মানববন্ধনের নামে মেডিকেল কলেজের সামনে রাস্তা অবরোধ করে যানজটের সৃষ্টি করে। তাদের প্রথমে সড়ক অবরোধ না করার জন্য বোঝানো হয়েছিল। কিন্তু শিক্ষার্থীরা অনাকাক্সিক্ষত আচরণ করায় পুলিশ বল প্রয়োগ করতে বাধ্য হয়েছে’। ছাত্রদের ইটপাটকেল নিক্ষেপে এক পুলিশ কনেস্টবল আহত হয়েছে বলেও উপ-কমিশনার জানান। পুরুষ পুলিশ সদস্যরা ছাত্রীদের মারধর করা প্রসঙ্গে তিনি বলেন, ‘কোন অশালীন উদ্দেশ্যে নয়, পরিস্থিতির কারণে পুলিশ সদস্যরা লাঠিচার্জ করতে বাধ্য হয়েছে’।
আইএইচটির প্রিন্সিপাল কুমুদ রঞ্জন বালা গোটা বিষয়টিকে ‘স্রেফ দুর্ঘটনা’ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ‘ছাত্রদেরকে রাস্তায় নামতে তিনি বারন করেছিলেন’। ‘পরিস্থিতির কারণেই পুলিশের সাথে অনাকাক্সিক্ষত ঘটনায় কমপক্ষে ৫০ শিক্ষার্থী আহত এবং ১৩ ছাত্র গ্রেফতার হয়েছে’ বলে জানিয়ে ‘গ্রেফতারকৃতদের মুক্ত করতে তৎপরতা চালাচ্ছেন’ বলে জানান প্রিন্সিপাল।

দৈনিক সেনবাগের কণ্ঠ/০৩ডিসেম্বর ২০১৪

Post a Comment

Previous Post Next Post