মহিপালে ট্রাক চাপায় ট্রাফিক সদস্যের মর্মান্তিক মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের মহিপালে দায়িত্ব পালন করতে এসে বৃহস্পতিবার সকালে ট্রাক চাপায় এক ট্রাফিক সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

পুলিশ জানায়, সকাল সাড়ে ৬ টার দিকে ট্রাফিক ব্যারাক অফিস থেকে মহিপাল আসেন ট্রাফিক সদস্য মঈনুল ইসলাম (৪৮)।
রিক্সা থেকে নামা মাত্রই ঢাকাগামী একটি ট্রাক তাকে পিছন থেকে ধাক্কা দেয়। আশপাশের লোকজন এগিয়ে এসে হাসপাতালে নেয়ার আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

বেলা ১১ টায় ফেনী পুলিশ লাইনে জানাযা শেষে ব্রাক্ষনবাড়িয়ার কসবা উপজেলার নিজ বাড়ীর পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে।

দৈনিক সেনবাগের কণ্ঠ/ ০৪ ডিসেম্বর ২০১৪

Post a Comment

Previous Post Next Post