বিজয় দিবসের কর্মসূচিতে সারাদেশে শিবিরের শোডাউন

বিজয় দিবসের শোভাযাত্রার আড়ালে রাজধানী ঢাকাসহ সারাদেশে অনেকটা শোডাউন করেছে ইসলামী ছাত্রশিবির।

মঙ্গলবার রাজধানী ঢাকায় একাধিক শোভাযাত্রাসহ সারাদেশে নানা কর্মসূচি পালন করেছে সংগঠনটি।

বিজয় দিবসের প্রথম প্রহরে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করে ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব শাখা। সকাল ৭টায় কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ইয়াছিন আরাফাতের নেতৃত্বে শোভাযাত্রাটি রাজধানীর বনশ্রী এলাকা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়।

রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে ছাত্রশিবির ঢাকা মহানগরী পশ্চিম শাখা। সকাল ৮টার দিকে ধানমন্ডি ১৫ এলাকায় এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় নেতৃবৃন্দের নেতৃত্বে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণ শাখা। সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর শাখা সকাল সাড়ে ৮টায় কেন্দ্রীয় প্লানিং অ্যান্ড ডেভোলপমেন্ট সম্পাদক শাহিন আহমেদ খানের নেতৃত্বে বাড্ডা বিশ্বরোড থেকে শোভাযাত্রা বের করে। এটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়।

এছাড়া ছাত্রশিবির চট্টগ্রাম, খুলনা, রংপুর ও কুমিল্লা মহানগরী, মৌলভীবাজার, নোয়াখালী, চাঁপাইনবাবগঞ্জ,  কুড়িগ্রাম ও দিনাজপুর জেলা এবং বিয়ানীবাজার উপজেলাসহ সংগঠনের বিভিন্ন শাখা শোভাযাত্রা, কুইজ ও ক্রীড়া প্রতিযোগিতা, ব্লাড গ্রুপিং, রক্তদানসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে বিজয় দিবস পালন করে।

দৈনিক সেনবাগের কণ্ঠ/ ১৬ ডিসেম্বর,২০১৪,

Post a Comment

Previous Post Next Post