দেশের স্বাধীনতা- সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখতে ছাত্রশিবিরের নেতাকর্মীরা জীবন দিতে প্রস্তুত

জীবন দিয়ে হলেও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখতে ছাত্রশিবিরের নেতাকর্মীরা প্রস্তুত আছে বলে মন্তব্য করেছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ইয়াছিন আরাফাত। তিনি বলেন, অসংখ্য মানুষের রক্তের ও মা-বোনদের ইজ্জতের বিনিময়ে আমরা বাংলার স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু স্বাধীনতার ৪৩ বছর অতিক্রম হওয়ার পরও বাংলাদেশের মানুষ প্রকৃত স্বাধীনতা অর্জন করতে পারেনি।

ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব আয়োজিত রাজধানী সবুজবাগ এলাকায় বিজয় র‌্যালি পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে তিনি একথা বলেন। র‌্যালিতে শাখা সভাপতি রেজাউল হক রিয়াজ মহানগরী সেক্রেটারি এম শামীম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলামসহ শাখার অন্যান্য নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।

ইয়াসিন আরাফাত বলেন, বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ হওয়ার পরও বিশ্বের মানচিত্রে এখন উন্নত রাষ্ট্রে উপনিত হতে পারেনি। রাজনীতিতে প্রায় অস্থিরতা বিরাজ করেছে। পক্ষ-বিপক্ষ কথা বলে প্রকৃত পক্ষে আমাদেরকে এক গভীর অনিশ্চিয়তার দিকে ঠেলে দিচ্ছে। বিভেদ নয় ঐক্যের বন্ধনে আবদ্ধ হয়ে সুখী সমৃদ্ধশালী সোনার বাংলা গড়ে তুলতে হবে।

দৈনিক সেনবাগের কণ্ঠ/ ১৬ ডিসেম্বর ২০১৪

Post a Comment

Previous Post Next Post