নোয়াখালীর জেলা শহর মাইজদীতে বেলুনে গ্যাস ভরতে গিয়ে সিলিন্ডার বিষ্ফোরণের ঘটনায় আহত রণজিৎ দাস (৪৫) নামের এক ব্যবসায়ী মারা গেছেন।
সোমবার রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত রঞ্জিত দাস জেলার চাটখিল উপজেলার গাটলাবাদ এলাকার শীত চন্দ্র দাসের ছেলে।
মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে নোয়াখালী আবদুল মালেক উকিল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ফরিদ উদ্দিন জানান, সিলিন্ডার বিষ্ফোরণে আহতদের সবার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। এরমধ্যে রণজিতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাতে ঢাকা নেওয়া হচ্ছিল। পথে তার মৃত্যু হয়।
প্রসঙ্গত, জেলা শহর মাইজদীতে অনুষ্ঠিত বিজয় মেলায় চাঁদপুর থেকে বেলুন ব্যবসায়ী আবদুল মালেক বেলুন বিক্রি করতে আসেন। সোমবার দুপুরে শহরের সুরমা বোর্ডিংয়ে আবদুল মালেকসহ কয়েকজনে মিলে বেলুনে গ্যাস ভরছিলেন। এ সময় হঠাৎ করে গ্যাসের সিলিন্ডারটি বিষ্ফোরিত হলে আবদুল মালেকসহ রণজিৎ ও আনাজুল গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।
দৈনিক সেনবাগের কণ্ঠ/২৩ ডিসেম্বর ২০১৪।
নোয়াখালীতে সিলিন্ডার বিষ্ফোরণের ঘটনায় আহতের মৃত্যু
Tags:
জেলা সংবাদ