ফেনী: ফেনীতে ইসলামী ছাত্রশিবিরের সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে।
‘গাছে গাছে সবুজ দেশ- আমার সোনার বাংলাদেশ’ শ্লোগান নিয়ে সকাল ১০ টার দিকে শহরের ট্রাংক রোডের খেজুর চত্বর থেকে বর্ণাঢ্য র্যা লি বের হয়।
র্যা লিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাঠানবাড়ী রোডের মাথায় গিয়ে শেষ হয়। র্যা লিতে সংগঠনের শহর সভাপতি তারেক মাহমুদ ও সেক্রেটারি যোবায়ের হোসেন প্রমুখ নেতারা অংশ নেন।
পরে শহরের আল-জামেয়াতুল ফালাহিয়া মাদরাসা প্রাঙ্গণে গাছের চারা বিতরণ করা হয়।
উৎসঃ নতুন বার্তা
এম/এ/আর/সেনবাগ