নোয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

নোয়াখালী ব্যুরো : কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলার পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় এক সিএনজি চালকসহ ২ জন নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন ২ জন।শুক্রবার দিবাগত রাতে পৃথক দু’টি দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মফিজ দফাদার বাড়ীর মৃত আব্দুর রবের ছেলে সুমন (৪০)। অপর নিহত ও আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের পেশকারহাট রাস্তার মাথা এলাকায় বসুরহাট থেকে আসা একটি সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা একটি টেম্পুর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালকসহ তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সিএনজি চালক মো. সুমনের মৃত্যু হয়। এছাড়া শনিবার সকাল সাড়ে ৯টার দিকে জেলার কবিরহাট উপজেলার বাটাইয়া ইউনিয়নের কলিমুদ্দিন পোল এলাকা থেকে অজ্ঞাত (১৫) এক কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে স্থানীয় লোকজন কবিরহাট-বসুরহাট সড়কের কলিমুদ্দিন পোল এলাকায় অজ্ঞাত এক কিশোরের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মৃতদেহ উদ্ধার করে। কোম্পানীগঞ্জ থানার ওসি জানান, সড়ক দুর্ঘটনায় সিএনজিচালক নিহতের খবর পেয়েছেন। তবে এ বিষয়ে থানায় কোন লিখিত অভিযোগ আসেনি। কবিরহাট থানার ওসি মাহবুবুল আলম মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত কিশোরের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের নাম পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে রাতের কোন একসময় গাড়ীচাপা পড়ে তার মৃত্যু হয়। সে মানসিক রোগী বলে জানা গেছে। ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।

দৈনিক সেনবাগের কণ্ঠ/ ১৩ ডিসেম্বর ২০১৪

Post a Comment

Previous Post Next Post