কাদের মোল্লাকে যথাযথভাবে আইনী প্রতিকার লাভের সুযোগ দেয়া হয়নি : জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ সেলিম উদ্দীন বলেছেন, সরকার দেশকে মেধা ও নেতৃত্ব শূণ্য করার গভীর ষড়যন্ত্রে অংশ হিসেবেই আব্দুল কাদের মোল্লার দণ্ডাদেশ কার্যকর করেছে। তাকে যথাযথভাবে আইনী প্রতিকার লাভের সুযোগ দেয়া হয়নি। মূলত সাজানো মামলা ও পাতানো সাক্ষীর মাধ্যমেই একজন জাতীয় নেতাকে প্রাণদণ্ডে দণ্ডিত করা হয়েছে। কিন্তু হত্যাযজ্ঞ চালিয়ে আওয়ামী তাদের অবৈধ ক্ষমতাকে চিরস্থায়ী করতে পারবে না। বরং মজলুম জনতার রুদ্ররোষে জালিম সরকারের তখতে তাউস তাসের ঘরের মত উড়ে যাবে। তিনি আব্দুল কাদের মোল্লার রূহের মাগফিরাত ও শাহাদাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এবং জালিম সরকারের পতনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

জামায়াতের কেন্দ্র ঘোষিত দোয়া দিবসে আজ ঢাকা মহানগরী জামায়াত রমনা জোন আয়োজিত আব্দুল কাদের মোল্লার শাহাদাত বাষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

গত বছরের ১২ ডিসেম্বর রাতে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ে আব্দুল কাদের মোল্লার ফাঁসী কার্যকর করা হয়।

দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী জোন পরিচালক হেমায়েত উদ্দীন, ঢাকা মহানগরীর মজলিশে শুরা সদস্য সালাহউদ্দীন ও মিজানুর রহমান, বনানী সেক্রেটারি সাইফুল ইসলাম, তেজগাঁও সেক্রেটারি নিয়ামুল করিম, ছাত্র নেতা কাওসার, সাবেক ছাত্র নেতা জি এম হাফিজ, আসাদুল্লাহ প্রমূখ।

এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া বলেছেন, সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করে নিজেদের অবৈধ ক্ষমতাকে চিরস্থায়ী করতেই সম্পূর্ণ অন্যায়ভাবে আব্দুল কাদের মোল্লাকে দণ্ডিত করেছে।

তিনি আজ রাজধানীর কোতয়ালি থানা আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

থানা আমির আবু আব্দুল্লাহর সভাপতিত্বে দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাামায়াত নেতা মতিউর রহমান, এ কে গিয়াস উদ্দীন, আহাদুজ্জামান, ড. বদরুল আলম, ইসমাইল হোসেন, মোঃ শাহজাহান ও ইদ্রিস আলী প্রমূখ।

ঢাকা মহানগরী পল্লবী থানা আয়োজিত আলোচনা সভা, দোয়া ও দুঃস্থ এবং এতিমদের মধ্যে খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাাময়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি মোবারক হোসাইন।

থানা আমির আব্দুস সালামের সভাপতিত্বে দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরীর কর্মপরিষদ সদস্য লস্কর মোহাম্মদ তসলিম, জামায়াত নেতা আশরাফুল আলম, মাশকুর রহমান, সাইফুল কাদের ও হারুন অর রশীদ প্রমূখ।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডা. রিদওয়ান উল্লাহ শাহিদী বলেছেন, সরকার নিজেদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করার গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবেই যথাযথভাবে আইনী প্রক্রিয়া অনুসরণ ছাড়াই আব্দুল কাদের মোল্লাকে হত্যা করছে।

তিনি আজ রাজধানীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

থানা আমির মাওলানা দেলাওয়ার হোসাইনের সভাপতিত্বে দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি আ ন ম হাসান নো’মান, জামায়াত নেতা আজিজুল হক, কামাল আখতার কোরাইশী প্রমূখ।

জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর রমনা থানা মগবাজারের স্থানীয় এক মিলনায়তনে দোয়া মাহফিল ও গরীব, এতীম ও মিসকিনদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালন করেছে। এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও রমনা থানা আমির ড. মুহাম্মদ রেজাউল করিম। থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জিল্লুর রহমানে পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যারে মধ্যে উপস্থিত ছিলেন, থানা কর্মপরিষদ সদস্য একেএম জাহাঙ্গীর আলম, আব্দুল কাইয়ুম ফয়সাল ও জামায়াত নেতা মোশারফ হোসেন প্রমুখ।

এছাড়া রাজধানীর মতিঝিল, শ্যামপুর, মিরপুর, দারুসসালাম, কাফরুল, খিলগাঁও, পল্টনসহ অন্যান্য থানার উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিজ্ঞপ্তি।

Post a Comment

Previous Post Next Post