বাংলাদেশ ক্রিকেট দলকে জামায়াতের অভিনন্দন

পঞ্চম ও শেষ ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে ৫-০ ব্যবধানে সিরিজ জয়লাভ করায় জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক ভাবে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এ অভিনন্দন জানান।

অধ্যাপক মুজিব বলেন, ‘শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ক্রিকেট খেলায় বাংলাদেশ দল পঞ্চম ও শেষ ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে ৫-০ ব্যবধানে সিরিজ জয়লাভ করায় আমি বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ ক্রিকেট দলের এ বিজয়ে আমরা সকলেই আনন্দিত ও গর্বিত।

বাংলাদেশ দল জয়লাভ করে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে। আমরা আশা করি বাংলাদেশ দল ভবিষ্যতেও জয়লাভ করে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনবে। আমি বাংলাদেশ ক্রিকেট দলের সার্বিক সাফাল্য কামনা করি।’

দৈনিক সেনবাগের কণ্ঠ/০১ ডিসেম্বর ২০১৪

Post a Comment

Previous Post Next Post