নোয়াখালীর সোনাইমুড়ীতে ছিনতাইকালে দুই যুবলীগ কর্মী আটক।

নোয়াখালী: সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের বগাদিয়া গ্রামের খেবাঘাট এলাকায় শ্রমিকদের কাছ থেকে টাকা ছিনতাইকালে রতন ও শামীম নামের দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সোমবার বেলা ১১টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের মাতবপুর গ্রামের রহমত উল্যার ছেলে মো. রতন (২৫) ও একই ইউনিয়নের কালিকাপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে শামীম (২৪)। আটককৃত দুই জন যুবলীগ কর্মী বলে একাধিক সূত্রে জানা গেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে রংপুর থেকে আসা কয়েকজন শ্রমিক কাজ করার জন্য উপজেলার খেবাঘাটের দিকে যাচ্ছিল। এসময় আটককৃত রতন ও শামীমসহ ৪জন ছিনতাইকারী শ্রমিকদের পিটিয়ে তাদের কাছে থাকা ৮হাজার টাকা ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় শ্রমিকদের চিৎকারে স্থানীয়রা এসে রতন ও শামীমকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে থানায় নিয়ে আসে।

সোনাইমুড়ী থানার ওসি আশরাফ উল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত দুই ছিনতাইকারীর বিরুদ্ধে থানায় ছিনতাই, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। আটকের পর তাদের জিজ্ঞাসাবাদ চলছে। ছিনতাইকৃত ৮হাজার টাকা শ্রমিকদের ফিরিয়ে দেওয়া হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি/এম এ আর/দৈনিক সেনবাগের কণ্ঠ/০১ডিসেম্বর ২০১৪।

Post a Comment

Previous Post Next Post