রাজধানীর অভিজাত এলাকা গুলশান-বনানীতে ৪৮ ঘণ্টার মধ্যে লাইসেন্সবিহীন মদ ও বিয়ার বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আগামী ১০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে আদেশ দেওয়া হয়েছে।
সোমবার এক রিটের শুনানি শেষে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. খসরুজ্জামানের বেঞ্চ এ আদেশ দেন।
ডিএমপি কমিশনার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক ও পরিচালককে এ নির্দেশ পালন করতে বলা হয়েছে।
যখন আমাদের যুবক- যুবতীরা নেশার কবলে পড়ে কুড়ে কুড়ে শেষ হয়ে যাচ্ছে তখন অনেক হতাশার মাঝেও আশার আলো।
ধন্যবাদ বিচারপতিদের এমন যুগোপযোগী আদেশের জন্য। এখন বাস্তবায়নটা দেখার বিষয়। হে আল্লাহ তুমি আমাদের যুব সমাজকে বাচাও।
দৈনিক সেনবাগের কণ্ঠ/০১ ডিসেম্বর।
Tags:
জাতীয় নিউজ