জামায়াত নেতা মাঈন উদ্দিন ও জামায়াত শিবিরকে জড়িয়ে গাজীরহাট টপ নিউজ নামে পেইজবুক আইডি মিথ্যা ও ভিত্তিহীন খবর প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ।
সেনবাগের ৩নং ডমুরুয়া ইউনিয়ন জামায়াত নেতা মাঈন উদ্দিন ও জামায়াত শিবিরকে আদর্শিক ভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে ইসলাম বিরুধী একটি কুচক্রি মহল অপপ্রচার চালাচ্ছে।
অবশেষে খোজ মিললো ৩ নং ডমুরুয়া ইউনিয়নের জামাতের রাজনৈতিক সহিংসতা সৃষ্টির মদদ দাতা উল্লেখ করে জামায়াত নেতা মাঈন উদ্দিন ও জামায়াত শিবিরকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন খবর প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির ৩ নং ডমুরুয়া ইউনিয়ন।
এক যৌথ প্রতিবাদ বার্তায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির ৩ নং ডমুরুয়া ইউনিয়ন নেতৃবৃন্দ বলেন, কোন তথ্য প্রমাণ ছাড়াই এমন ন্যাক্কারজনক ঘটনার সাথে উদ্দ্যেশ্যে মূলক ভাবে জামায়াত নেতা মাঈন উদ্দিন ও জামায়াত শিবিরকে জড়িয়ে অপপ্রচার করে গাজীরহাট টপ নিউজ নামে পেইজবুক আইডি যে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছে তাতে গাজীরহাট তথা ৩নং ডমুরুয়া ইউনিয়ন বাসি হতবাক।
আর গাজীরহাট টপ নিউজ নামে পেইজবুক আইডিটি অবাস্তব ঘটনার সাথে জামায়াত নেতা মাঈন উদ্দিন ও জামায়াত শিবিরকে জড়িয়ে মিথ্যাচার করে স্বার্থান্বেষী মহলের অসৎ উদ্দ্যেশ্যে বাস্তবায়নে সরাসরি সহযোগির ভূমিকা পালন করেছে। যার সাথে জামায়াত নেতা মাঈন উদ্দিন ও জামায়াত শিবিরের দুরতম সম্পর্কও নেই। এমন প্রতিহিংসা মূলক আচরণ আসল অপরাধিদের আড়াল ও এমন ঘটনার পূনরাবৃত্তির জন্য সরাসরি ভূমিকা পালন করে আসছে। এমন অনাকাঙ্খিত ভূমিকা জাতির জন্য দুঃখ জনক।
নেতৃবৃন্দ সত্য প্রকাশের স্বার্থে এ ধরণের মিথ্যা ও ভিত্তিহীন প্রতিবেদন প্রকাশ থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট গাজীরহাট টপ নিউজের এডমিন ও প্রতিবেদকবৃন্দ গুলোর প্রতি আহ্বান জানান।
প্রচারর বিভাগ
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
৩নং ডমুরুয়া ইউনিয়ন, গাজীরহাট,
সেনবাগ নোয়াখালী।