"মানবতার কল্যাণই ইসলামী রাজনীতির মূল লক্ষ্য"

ইসলামের আগমনই হল মানুষের কল্যানের জন্য। যত ধরনের মানব কল্যানমূলক কাজ আছে, সব কিছুকে ইসলাম উৎসাহিত করে। অপরদিকে, ইসলামে নিষিদ্ধ কেবল ঐসব জিনিষগুলোই, যা মানবতার জন্য ক্ষতিকর। যেমন: হত্যা,ধর্ষণ, সুদ, ঘুষ, প্রতারনা, মিথ্যা তথা মানুষকে কষ্ট দেয়ার যত ধরনের পন্থা আছে সবই।

আবার, রাজনীতির লক্ষ-উদ্দেশ্যই হল, মানুষের সেবা করা। তবে কেউ যদি এর অপব্যবহার করে, ভিন্ন কথা। যেসব রাজনীতিবিদ মনে করে,ইসলামে রাজনীতি নেই,তারা হয়ত মনে করে,রাজনীতি মানুষকে কষ্ট দেয়ার মতই একটা ব্যাপার এবং সম্ভবত তারা ঐসব রাজনীতিবিদ যারা মানুষের কল্যানের কথা চিন্তা না করে নিজের আখের গুছাতে ব্যস্ত।

যারা আল্লাহকে ভয় করে ইসলামের সুমহান আদর্শকে লালন করে রাজনীতি করে, তারা কখনো মানুষের কষ্ট হবে এরকম কাজ ভাবতে পারে না এবং সব সময় মানুষের কল্যানের কথাই চিন্তা করে। তাই পরিশেষে বলা যায় মানবতার কল্যাণই ইসলামী রাজনীতির মূল লক্ষ্য।

সম্পাদকীয় দৈনিক সেনবাগের কণ্ঠ

Post a Comment

Previous Post Next Post