আলহামদুলিল্লাহ। বিশ্বখ্যাত এবং বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক কর্তৃপক্ষ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মুহতারাম আবদুল জব্বার ভাইয়ের ফেসবুক পেজটিকে (https://www.facebook.com/AbdulZabbarICS) ভেরিফাইড পেজ হিসেবে স্বীকৃতি দিয়েছে।
দীর্ঘ যাচাই-বাছাইয়ের পর এর যথার্থতা নিশ্চিত করে কেন্দ্রীয় সভাপতির ফেসবুক পেজকে স্বীকৃতি দিলো ফেসবুক কর্তৃপক্ষ। স্বীকৃতির নিদর্শন হিসেবে এখন আবদুল জব্বার ভাইয়ের ফেসবুক পাতার প্রোফাইল ছবির সঙ্গে তাঁর নামের পাশে ‘নীল টিক চিহ্ন’ দেখা যাচ্ছে, যাতে মাউসের কার্সর রাখলে ‘ভেরিফাইড পেজ’ লেখা ভেসে উঠছে।
মুহতারাম ভাইয়ের পেজটি এখন থেকে থাকবে ফেসবুক কর্তৃপক্ষের নজরদারিতে। ফলে ফেসবুকে তার নামের সব ভুয়া অ্যাকাউন্টগুলো আশা করা যায় বন্ধ হয়ে যাবে।
কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ভাই এই উপলক্ষে আল্লাহর শুকরিয়া আদায়পূর্বক তার পেজের ফ্যানদের, ভিজিটরদের এবং ফেসবুক কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন যাতে অফলাইনের পাশাপাশি অনলাইনেও একজন দা’য়ী ইলাল্লাহ ও সচেতন মানুষ হিসেবে যথাযত ভূমিকা রাখতে পারেন। একইসাথে তিনি সবাইকে সত্য ও সুন্দরের পথে তাঁর সাথে থাকার জন্যও আহবান জানান।
উল্লেখ্য, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির পেজটি এমন সময়ে ভেরিফাইড হলো যখন ছাত্রশিবির অফলাইনে(রাজপথে) ও অনলাইনে ফিলিস্তিনের গাজাতে চলমান ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ পালন করছে।
আবদুল জব্বার ভাইয়ের ব্যক্তিগত ফেসবুক পেজ এর লিঙ্কঃ
https://www.facebook.com/AbdulZabbarICS
আবদুল জব্বার ভাইয়ের ব্যক্তিগত ফেসবুক একাউন্ট এর লিঙ্কঃ
https://www.facebook.com/AbdulZabbarBd
আবদুল জব্বার ভাইয়ের ব্যক্তিগত Twitter একাউন্ট এর লিঙ্কঃ
https://twitter.com/AbdulZabbarBd
আবদুল জব্বার ভাইয়ের ব্যক্তিগত ওয়েবসাইট এর লিঙ্কঃ
http://www.abdulzabbar.info/
উৎস: শিবির প্রচার বিভাগ