কাটা রাইফেল দেখিয়ে অধ্যক্ষকে প্রাণনাশের হুমকি ছাত্রলীগের

কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজে একাদশ শ্রেণিতে ছাত্রলীগ নেতাদের সুপারিশে ছাত্র ভর্তির দাবি অগ্রাহ্য করায় অধ্যক্ষকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দিয়েছে ছাত্রলীগ নেতারা।

সোমবার দুপুরে কলেজের ছাত্রলীগ নেতা হেভেনের নেতৃত্বে কিছু ছাত্রলীগ নেতাকর্মী ভর্তি কার্যক্রম বন্ধ করে দিয়ে অধ্যক্ষের কক্ষে ঢুকে অধ্যক্ষ খুরশেদ উদ্দিন ঠাকুরকে তালিকা বহির্ভূত ছাত্র ভর্তির চাপ দেয়। অধ্যক্ষ বিধি বহির্ভূত ভাবে ছাত্র ভর্তি সম্ভব নয়, এ কথা জানালে ছাত্রলীগের নেতাকর্মীরা তার টেবিলে কাটা রাইফেল রেখে তাকে প্রাণনাশের হুমকি দেয়। পরে তারা অধ্যক্ষের কক্ষের জিনিসপত্র তছনছ করে চলে যায়। এ সময় কলেজ ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মীর মোশারফ হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে ছুটে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

অধ্যক্ষ খুরশেদ উদ্দিন ঠাকুর জানান, ছাত্রলীগ নেতা হেভেনের নেতৃত্বে কিছু ছাত্রলীগ নেতাকর্মী তার কক্ষে ঢুকে তালিকা বহির্ভূত ছাত্রদের ভর্তির জন্য চাপ দেয়। তিনি এতে অস্বীকৃতি জানালে তার টেবিলে কাটা রাইফেল রেখে তাকে প্রাণনাশের হুমকি দেয়। এ ব্যাপারে তিনি থানায় মামলা করবেন বলে জানিয়েছেন।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, কলেজ কর্তৃপক্ষ এ ব্যাপারে অভিযোগ দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

উৎস: যায়যায়দিন

Post a Comment

Previous Post Next Post