বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সেনবাগ পৌরসভার ৯ নং ওয়ার্ড কতৃক আয়োজিত স্থানীয় এক মিলনায়তনে রমজানেরর তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার চক্র অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ইফতার চক্রে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর শাখার সন্মানিত "সাহিত্য সম্পাদক আবু ছালেহ মু. জাহেদ ", বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, সেনবাগ সদর সাথী শাখার সন্মানিত সভাপতি "মোঃ কামাল উদ্দিন।
৯ নং ওয়ার্ড সভাপতির সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, ছাত্র নেতা হাসান মিয়াজি কাদরা, ও হাসান মিয়াজি সেনবাগ সহ উক্ত ওয়ার্ডের ছাত্রজনতা ও সাংগঠনিক কর্মি বৃন্দ।
সেনবাগ প্রতিনিধি/এম এ আর/২০ জুলাই ২০১৪
Tags:
নিউজ শিবির