বেগমগঞ্জের ছয়ানীতে ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বেগমগঞ্জের ছয়ানী ইউনিয়ন সাংগঠনিক থানা শাখা কতৃক আয়োজিত ঐতিহ্যবাহী বেপারী বাড়ি জামে মসজিদে এক বিশাল রমজান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত ইফতার মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী শহর শাখার সন্মানিত সেক্রেটারি "মাহবুবে এলাহি", বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, ছয়ানী ইউনিয়ন সাংগঠনিক থানা শাখার সন্মানিত সভাপতি "মোঃ নুরুউদ্দিন"।

ছয়ানী ইউনিয়ন স্কুল বিভাগের সেক্রেটারি জাবেদ হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ছয়ানী ইউনিয়ন শাখার সন্মানিত সেক্রেটারি "জনাব আব্দুর রহিম (স্যার)", বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ৫নং ছয়ানী ইউনিয়ন শাখার সভাপতি "মাওলানা নুর আলম সাহেব" সহ উক্ত ইউনিয়নের ছাত্রজনতা ও সাংগঠনিক কর্মি বৃন্দ।

ছয়ানী প্রতিনিধি/এম আর ইউ/২০ জুলাই ২০১৪

Post a Comment

Previous Post Next Post