গণআন্দোলনের ভয়ে অবৈধ সরকার বেসামাল হয়ে পড়েছে : শিবির সেক্রেটারী

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারী জেনারেল আতিকুর রহমান বলেছেন, আওয়ামী অপশাসনে জনগণ অসহনীয় হয়ে পড়েছে। নিজেদের অধিকার আদায়ে দুর্বার গণআন্দোলনের প্রস্তুতি নিচ্ছে দেশবাসী। তাই আসন্ন গণআন্দোলনের ভয়ে সরকার বেসামাল হয়ে পড়েছে।
              
তিনি আজ ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্বের ষন্মাসিক সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শাখা সভাপতি রেজাউল হক রিয়াজের সভাপতিত্বে এবং সেক্রেটারী এম শামিমের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ইয়াসিন আরাফাত, সমাজ সেবা সম্পাদক শেখ এনামুল কবির, কার্যকরী পরিষদ সদস্য রাশেদুল হাসান রানা। আরও উপস্থিত ছিলেন শাখা সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, অর্থ সম্পাদক তোজাম্মেল হক, অফিস সম্পাদক সোহেল রানা মিঠু, সাহিত্য সম্পাদক গোলাম কিবরিয়া ভ’ইয়্যা, প্রচার সম্পাদক আব্দুল কাদের প্রমূখ। 

শিবির সেক্রেটারী জেনারেল বলেন, ভোটাধিকার হরণ করে অবৈধ ভাবে ক্ষমতায় এসে আওয়ামী সরকার জনগণের বেঁচে থাকার অধিকার কেঁড়ে নিয়েছে। অব্যাহত গুম, খুন, জুলুম নির্যাতন আর সর্বগ্রাসী অপশাসনে বাংলার প্রতিটি এলাকা ভীতিকর জনপদে পরিণত হয়েছে। রাজনৈতিক, ব্যবসায়ী, ছাত্র, শিক্ষক, আলেম-ওলামা কৃষক, মজুর কারো জান-মালই এখন নিরাপদ নয়। সমাজের প্রতিটি শ্রেণীর মানুষ আজ হুমকির মুখে বসবাস করছে। এমনকি পবিত্র রমজান মাসেও পুলিশ ও দলীয় সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে হত্যা, হামলা, মামলা গ্রেপ্তার করাচ্ছে সরকার। কিন্তু আর নয়। আওয়ামী অপশাসনের করাল গ্রাস থেকে দেশের মানুষ মুক্তি চায়। তাই নিজেদের অধিকার রক্ষা ও আওয়ামী অপশাসন থেকে দেশ ও জাতিকে ম্ক্তু করতে জনগণ গণপ্রতিরোধের প্রস্তুতি গ্রহণ করছে। আর তা আঁচ করতে পেরে আওয়ামী সরকার বেসামাল হয়ে পড়েছে। মন্ত্রী এমপিরা আবারও আবোল তাবোল বকা শুরু করেছে। রাষ্ট্রীয় শক্তিকে অপব্যবহার করে ন্যায় সঙ্গত আন্দোলনকে দমন করার হুমকি দিচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত কোন কিছুতেই লাভ হবে না।

তিনি সদস্যদের উদ্দেশ করে বলেন, দেশ ও ইসলাম রক্ষায় ছাত্র শিবিরের সর্বোচ্চ ত্যাগ জাতিকে আশান্বিত করেছে। মনে রাখতে হবে ত্যাগ ছাড়া দেশ, জাতি বা ইসলাম কোনটাই রক্ষা করা যায় না। সুতরাং দেশ ও ইসলাম রক্ষা এবং জাতির প্রত্যাশা পূরণে ছাত্রশিবির নেতাকর্মীদের সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করতে হবে।

উৎস: নয়াদিগন্ত

Post a Comment

Previous Post Next Post