জাপা’র সিনিয়র যুগ্ম মহাসচিবের পদত্যাগ

জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ওয়াহেদুজ্জামান সরকার বাদশা।

রোববার দুপুরে গাইবান্ধা জেলা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পার্টির কেন্দ্রীয়, জেলা এবং উপজেলার সব পদ থেকে পদত্যাগের এ ঘোষণা দেন তিনি।

পার্টির চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ এরশাদের একক এবং হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে দল থেকে পদত্যাগ করলেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন তিনি।

দীর্ঘ ২৮ বছর ধরে জাতীয় পার্টির সঙ্গে সম্পৃক্ত ওয়াহেদুজ্জামান সরকার বাদশা ১৯৮৬ সালে  গাইবান্ধার সুন্দরগঞ্জ আসন থেকে সংসদ সদস্য এবং দুইবার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Post a Comment

Previous Post Next Post