"স্বাগতম হে মাহে রমাদান"

লেখক- Mohammad Ullah

রমাদান তুমি-
প্রতি বছর ফিরে অাসা এক মুক্তির বার্তা
রমাদান তুমি-
কিয়ামুল লাইলে অভ্যস্ত হওয়ার এক প্রেরণার মাইল ফলক
রমাদান তুমি-
প্রতিদিন ইফতারের অাগে দোয়া কবুল করাবার এক অনন্য সুযোগ
রমাদান তুমি-
তোমার শেষ দশকের বেজোড় রাতের
শবে কদর নামের এক মহামহিম রাত্রির বাহক।

রমাদান তুমি শ্রেষ্ঠ-
তোমার এতসব গুণ মহিমার কারনে নয়,
সব গুণ যে তোমার-
কুরঅানের কারনে, মুসলমানদেরই অাজ সেকথা বুঝাতে হয়!

হায়রে মুসলমান, কত করবে অাল-কুরঅানের অপমান!
ভাবলেনা একবারও, কিসে হয় মাহে রমাদানের সন্মান।

ইংরেজী শিখ, ভিন ভাষা শিখ
কিন্তু অাল-কুরঅান শিখতে, হয় তোমার কত অযুহাত,
লাশের পাশে কুরঅান পড়াও
কবর পাড়ে কর খতম, তারপরও নেই তোমার কোন অনুতাপ!

মুসলিম অাবার জাগতে পারে মাহে রমাদানকে ঘিরে
কুরঅান শিখবে নিজ ভাষায়, এই প্রতিজ্ঞা করে,
প্রতিদিন অর্থসহ কুরঅান পড়বে তারাবীতে যা শুনবে
এভাবে সে রমাদান মাসে, অাল-কুরঅানকে নিজ ভাষায় বুঝবে।

এম/এ/আর/সেনবাগ প্রতিনিধি

Post a Comment

Previous Post Next Post