আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী এমন একজন ব্যাক্তি যিনি কাবা ঘরের ভিতরে প্রবেশ করার দুর্লভ সৌভাগ্য অর্জন করেছেন ।
বাংলাদেশে আর কোন আলেম পেরেছে ?
মাওলানা সাঈদী একজন মুফাসসীরে কোরআন, যার তেলাওয়াত তাফসীর শুনার জন্য দূর দুরান্ত থেকে নিজ খরচে এসে টানা ৩ থেকে ৫ দিন মাহফিল স্থানে থাকতেন ।
তিনি এমন একজন কোরআনের গবেষক, যার কোরআনের তাফসীর শুনে, তার হাতে শত শত অমুসলিম, মুসলমান হয়েছে । বাংলাদেশে অন্য কোন আলেম পেরেছে ?
তিনি এমন একজন বক্তা, যিনি অক্সফোর্ড, হারভার ইউনিভারসিটি সহ আরো অনেক বিশ্ববিদ্যালয়ে জ্ঞানগর্ভ বক্তব্য রেখে আল্লামা উপাধী পেয়েছেন ।
আল্লামা সাঈদী এমন একজন ইসলামী নেতা, যার জন্য শত শত মানুষ নিজের জীবন বিলিয়ে দিতে প্রস্তূত । এসময়ে কারো জন্য কেউ কি একটু রক্ত দিতে চায় ?
তিনি এমন একজন আলেম, যার জন্য বিশ্বের আরো অনেক বড় বড় আলেম মানব বন্ধন করেছেন । তিনি এমন একজন আলেম, যার জন্য রমজান মাসে কাবা শরীফের ঈমাম মাসজিদুল হারামে নামাজের জন্য জায়গা রাখতেন ।
আল্লামা সাঈদী এমনই একজন, যার কথা ভেবে লক্ষ লক্ষ মানুষ চোখের পানি ফেলে । তার মুক্তির জন্য নফল রোজা রাখে, তাওয়াফ, ওমরাহ সহ বদলি হজ্জ করে ।
যারা সত্যের পথে চলবে তাদের বিরুদ্ধে মিথ্যাচার, জুলুম, নির্যাতন, হামলা, মামলা অতীতে হয়েছে, বর্তমানে হহচ্ছে, ভবিষ্যতে হবে, এসবই পরীক্ষা।
সুতারাং আল্লাহর পক্ষ থেকে অনেক পরীক্ষা আসবে এবং মহান আল্লাহই সকল পরীক্ষায় উত্তীর্ণ করে আমাদেরকে উত্তম পুরস্কার দেবেন ।
এম/এ/আর/সেনবাগ