জনগণের মধ্যে আতংক সৃষ্টি করার হীন উদ্দেশ্যেই দৈনিক যুগান্তরের রিপোর্টে গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে একটি ফরমায়েসী রিপোর্ট তৈরী করা হয়েছে ------------------ অধ্যাপক মোঃ তাসনীম আলম

দৈনিক যুগান্তরের ১৬ পৃষ্ঠায় “মীর কাসেমের সাজা হলে মন্ত্রীদের ওপর হামলা হতে পারে” শিরোনামে আজ ১২ জুন প্রকাশিত ভিত্তিহীন মিথ্যা রিপোর্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারী অধ্যাপক মোঃ তাসনীম আলম আজ ১২ জুন নিম্নোক্ত বিবৃতি প্রদান করেছেনঃ-

“দৈনিক যুগান্তরের ১৬ পৃষ্ঠায় ‘মীর কাসেমের সাজা হলে মন্ত্রীদের ওপর হামলা হতে পারে’ শিরোনামে আজ ১২ জুন প্রকাশিত ভিত্তিহীন মিথ্যা রিপোর্টের আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ রিপোর্টে যে সব কথা লেখা হয়েছে তা সম্পূর্ণ বায়বীয়। জনগণের মধ্যে আতংক সৃষ্টি করার হীন উদ্দেশ্যেই দৈনিক যুগান্তরের রিপোর্টে গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে একটি ফরমায়েসী রিপোর্ট তৈরী করা হয়েছে। জামায়াতের বিরুদ্ধে কল্পকাহিনী রচনা করে তা প্রচার করে জনগণকে বিভ্রান্ত করাই রিপোর্টটির মূল উদ্দেশ্য।

আমরা জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা প্রচারণা চালিয়ে জনগণকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র বন্ধ করার জন্য দৈনিক যুগান্তর পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি এবং আশা করি তারা অত্র প্রতিবাদটি যথাস্থানে ছেপে সৃষ্ট বিভ্রান্তি নিরসন করবেন।”

এম/এ/আর/সেনবাগ

Post a Comment

Previous Post Next Post