সেনবাগ উপজেলায় শ্রেষ্ঠ কলেজ হিসেবে নির্বাচিত।

নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নের ফেনী-সোনাইমুড়ী সড়কের গাজীরহাট এলাকায় সুন্দর মনোরম পরিবেশে অবস্থিত আকবর আলী খান কমার্স কলেজ ২০১০, ২০১১, ২০১২, এবং ২০১৩ সালের এইচ. এস. সি ফলাফলে সেনবাগ উপজেলায় শ্রেষ্ঠ কলেজ হিসেবে নির্বাচিত হয়েছে।

এবং এইচ. এস. সি ফলাফল সেনবাগ উপজেলার প্রথম GPA-5 (A+) প্রাপ্ত কলেজ।

বিগত তিন বছরের H.S.C (DIBS) বোর্ড পরীক্ষার ফলাফল বিবরণী:

২০১৩=৯০.৮৭%
২০১২=৮৭.২৫%
২০১০=৮২.৯৩%

প্রচারে কলেজ কর্তৃপক্ষ।

এম/এ/আর/১২ জুন ২০১৪/সেনবাগ

Post a Comment

Previous Post Next Post