কোম্পানীগঞ্জে বজ্রপাতে স্ত্রী - পুত্রসহ একই পরিবারের ৩ জনের মৃত্যু ||

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় একই পরিবারের স্ত্রী-পুত্র সহ একই পরিবারের ৩ জন নিহত। এ ঘটনা ঘটে মঙ্গলবার দুপুর দেড়টায় মুছাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ বাঘতারা বাজার সংলগ্ন স্থানে। কোম্পানীগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করেছে। নিহতরা হলেন, কবিরহাট উপজেলার ধাঁনসিড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জগদানন্দ গ্রামের মোবারক আলীর বাড়ীর আবদুল মালেকের পুত্র ছায়েদুল হক কবির (৩৫), লাইজু আক্তার (২৫) ও তাদের পুত্র হিমেল (২)।

পুলিশ সুত্রে জানা গেছে, নিহত ছায়েদুল হক কবির এস এ পরিবহনের একজন কর্মচারী। সে মোটর সাইকেল যোগে চরফকিরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে অবস্থিত তার শশুর আবুল কাশেম হক সাবের বাড়ীতে যাচ্ছিল। হঠাৎ বৃষ্টি আসলে মুছাপুর বাঘতারা বাজার সংলগ্ন গোলাম রসুল মিয়ার নতুন বাড়ীতে একটি টিনসেড় ঘরের নিছে আশ্রয় নেন। এসময় ওই ঘরে বজ্রপাত হলে তিনজনই মারা যায়। বৃষ্টি থামলে লোকজন বের হলে ঘটনাস্থলে তিন জনের মরদেহ দেখতে পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে, পরে নিহতের স্বজনদের নিকট মরদেহ হস্তান্তর করে।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোঃ ফজলে রাব্বি বজ্রপাতে একই পরিবারের তিন জনের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post