কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার কাদবা গ্রামে তাফসির মাহফিল চলাকালে ৬ই ফেব্রুয়ারি ২০১৭ রোজ রবিবার রাত পৌনে ১২টায় মাহফিলের প্রধান আলোচক চান্দিনা অাল অামিন কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুফতি মাওলানা মাঈন উদ্দীন সিরাজী কে অাটক করেছে নাঙ্গলকোট থানা পুলিশ।
কুরআনের মাহফিল থেকে বক্তাকে গ্রেফতার করার মত ধৃষ্টতা পুলিশ নিয়মিত দেখাতে শুরু করেছে বলে দাবী করছে তাফসির মাহফিলে আসা তৌহিদী জনতা। তৌহিদী জনতার দাবী সরকার দলীয় স্থানীয় কিছু নেতার নির্দেশে পুলিশ এই ঘটনা ঘটায়।
এই দিকে অধ্যক্ষ মুফতি মাওলানা মাঈন উদ্দীন সিরাজী কে অাটকের ঘটনা জানাজানি হলে বৃহত্তর কুমিল্লা, নোয়খালী, ফেনীসহ ইসলামী মূল্যবোধে বিশ্বাসী কোরআন পাগল তৌহিদী জনতা এবং আলেম সমাজ তীব্র নিন্ধা ও প্রতিবাদ জানিয়েছে। তারা অধ্যক্ষ মুফতি মাওলানা মাঈন উদ্দীন সিরাজী মুক্তির দাবী করছে।
Tags:
প্রতিনিধির পাঠানো সংবাদ