জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর স্ত্রী শামসুন্নাহার নিজামী আটক ||

রাজধানীর মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্টে ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলে অভিযান চালিয়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর স্ত্রী শামসুন্নাহার নিজামীসহ জামায়াত-শিবিরের ১৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শামসুন্নাহার ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ এবং জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি।

শুক্রবার বেলা ১১টার দিকে ডিআইটি প্রজেক্টর ৮ নম্বর সড়কের ২৫ নম্বর বাড়িতে অবস্থিত স্কুলটিতে অভিযান চালানো হয়।

অভিযানকালে শামুন্নাহারসহ পাঁচজন নারী এবং বাড্ডা জামায়াতের আমির ফখরুদ্দীন কেফায়াতুল্লাহসহ ১২জন পুরুষ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বাড্ডার থানার ওসি এম এ জলিল সাংবাদিকদের জানান, ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলে জামায়াত-শিবিরের কর্মীরা নাশকতার পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সেখান থেকে ১৮ জনকে আটক করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post