ইসলামী ডেস্ক :
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ইসলামীক মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা মামুন হোসাইন হাবিবী এক জুম'আর বয়ানে বলেন, চিশতিয়া, নক্শবন্দিয়া, আট রশি, শাহাপুর ফরিদপুর সহ আরো কত তরিকার নাম শুনলাম, এবং আজকাল পায়ই এ প্রশ্নের মুখোমুখি হই যে, আপনি কোন তরিকার লোক ?
ভাল ভাবে লক্ষ করুন نور অর্থ আলো এ শব্দটি এক বচন। এ শব্দটি কোরআনুল কারীমে কোথাও বহুবচনে ব্যাবহৃত হয়নি। কারন আলোর পথ একটাই।
অপর দিকে ظلم শব্দের অর্থ অন্ধকার। এর বহুবচন ظلمت যা কোরআনুল কারীমে কখনোই একবচনে ব্যবহৃত হয়নি। তার মানে হলো সিরাতে মুস্তাকীমের পথ বা তরিকা একটাই। আর সেটি হল মুহাম্মাদুর রাসূলুল্লাহর (সাঃ) এর তরিকা।
অপরদিকে ভ্রান্ত বা অন্ধকারের পথ অগনিত। যেমনটা অংকের ভুল রেজাল্ট গুলো হয় ভিন্ন ভিন্ন, কিন্তু যে নিয়মেই করেন, সঠিক রেজাল্ট হবে একটাই।
এজন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকার বাহিরে যত তরিকা সবই ভ্রান্ত এবং বানোয়াট। আমাদের আদর্শ বা তরিকা হবে একটাই সেটা হল- لقد كان لكم في رسول الله اسوة حسنة
অর্থাৎ তোমাদের জন্য রাসূল (সাঃ) এর জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ। (আল কোরআন)।
এর বাহিরে যত তরিকার অনুসারীরা, সবাই বিদআতী এবং ভ্রান্ত। তবে আপনি পীরের মুরীদ হতে পারবেন, তাই বলে কোন পীরের তরিকার অনুসারী নয়। বরং তরিকা হবে কেবল রাসূল (সঃ) এর।