ছাত্রশিবিরের টার্গেট দশ লাখ বৃক্ষরোপণ আর ছাত্রলীগের টার্গেট গাঁজার চাষ!! ||

[শিবির ] : 🌹🌹 ১০ লাখ বৃক্ষরোপণের টার্গেট শিবিরের।

ঢাকা: অন্যান্য বছরের মতো এবারও বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে ইসলামী ছাত্রশিবির। ২৫ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত তারা দেশব্যাপী এ কর্মসূচি পালন করবে।

এ বছর সারাদেশে ১০ লাখ বৃক্ষের চারা রোপন করবে বলে জানিয়েছে ছাত্রশিবির। এছাড়া, র্যালি, প্রত্যেক জনশক্তি একটি করে ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপন করবে, প্রত্যেক জনশক্তি ২টি করে গাছের চারা বিতরণ করবে, বৃক্ষ নিধন রোধে জনসচেতনতা তৈরি, ছাত্র ও জনসাধারণকে বৃক্ষ রোপনে উদ্বুদ্ধ করণ, স্কুল ছাত্রদের মাঝে গাছের চারা বিতরণ এবং ব্যানার, ফেস্টুন ও স্টিকার লাগানো।

আজ মঙ্গলবার রাজধানীতে বৃক্ষের চারা রোপন করে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেছেন শিবিরের সেক্রেটারি জেনারেল ইয়াছিন আরাফাত।
এসময় তিনি বলেন, প্রাকৃতিক বিপর্যয় বাংলাদেশের এক ভয়াবহ সমস্যা। কিন্তু শুধুমাত্র গাছ লাগানোর মাধ্যমে এই বিপর্যয় রোধের পাশাপাশি আরো লাভবান হওয়া সম্ভব। পরিবেশের ক্ষতিকর দিক থেকে রক্ষা পেতে এবং সবুজ-শ্যামলিমায় ভরে তুলতে বেশি করে গাছ লাগাতে হবে। এতে করে পরিবেশ রক্ষার পাশাপাশি দেশ আর্থিকভাবেও লাভবান হবে।

কর্মসূচি সফল করার আহবান জানিয়ে শিবির সেক্রেটারি বলেন, বাংলাদেশ সরকারের পরিবেশ ও বন মন্ত্রণালয়ের তথ্য মতে বর্তমানে দেশের বনাঞ্চলের পরিমাণ মাত্র ১৭%। যেখানে দেশের মোট আয়তনের ২৫ ভাগ বনাঞ্চল থাকা দরকার। অব্যাহতভাবে বনাঞ্চল কমে যাওয়ায় সারা বিশ্বেই পরিবেশ বিপর্যয় ঘটছে। জলবায়ু পরিবর্তনের ফলে যেসব দেশ পরিবেশগত ভাবে হুমকির মুখে আছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম। প্রতিনিয়ত যে হারে গাছ কাটা হচ্ছে সে হারে গাছ লাগানো হচ্ছে না। ফলে প্রতিবছর আবহাওয়ার ব্যাপক পরিবর্তন দেখা দিচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশকে প্রতিবছরই প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করতে হয়। এসব প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে বেশি করে গাছ লাগাতে হবে।
এ সময় ঢাকা মহানগর উত্তরের সভাপতি জামিল মাহমুদ সহ অন্যান্য নেতৃবৃন্দর উপস্থিত ছিলেন।

[ছাত্রলীগ] : 🌹🌹ফুলের টবে গাঁজার চাষ; জাবিতে দুই ছাত্রলীগ নেতা-কর্মী বহিস্কার।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুই ছাত্রলীগ নেতা-কর্মী ফুলের টবে গাঁজা চাষ করছেন এমন অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় অভিযুক্ত দুই ছাত্রলীগ নেতা-কর্মীকে সংগঠন থেকে বহিস্কার করেছে জাবি শাখা ছাত্রলীগ। শুক্রবার জাবি শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি ও সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেলের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিস্কৃতরা হলেন শাখা ছাত্রলীগের উপ-ত্রাণ বিষয়ক সম্পাদক মো. রইছ (সাংবাদিকতা বিভাগ, ৪১ ব্যাচ) ও ছাত্রলীগ কর্মী মো. রাসেল (রসায়ন বিভাগ, ৪১ ব্যাচ)। উভয়েই বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হলের আবাসিক ছাত্র।

জানা যায়, শহীদ রফিক জব্বার হলের ২০৯ ও ২১০ নম্বর কক্ষের জানালার পাশে ফুলের টবে গাঁজার চাষ করেন তারা। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে গাঁজার গাছগুলো সরিয়ে ফুলের চারা লাগান। এদিকে এ ঘটনায় ছাত্রলীগ থেকে তাদের বহিস্কার করলেও দুই ছাত্রলীগ কর্মী তাদের নির্দোষ দাবি করে বিবৃতি দিয়েছেন।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মিঠুন কুমার কুণ্ড বলেন, 'ছাত্রলীগ কখনও অন্যায়কারীকে প্রশ্রয় দেয়নি। কারো ব্যক্তিগত অপরাধের দায়ভার সংগঠন নেবে না।'

http://www.bd-pratidin.com/city-news/2016/08/12/162939

http://www.sheershanewsbd.com/2016/07/26/136323

Post a Comment

Previous Post Next Post