রাজশাহী শিবির সভাপতিকে আটক করে গুলি ||

রাজশাহী: ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী মহানগর সভাপতি মুহাম্মদ জসিম উদ্দিন সরকারকে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুরের দিকে নগরীর ছোট বনগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। রাজশাহী মহানগর ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ফাহাদ করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

ফাহাদ করিম দাবি করে বলেন, আটককালে জসিম উদ্দিনের ডান পায়ে গুলি করে পুলিশ। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

তবে মহানগর ডিবি পুলিশ তাকে আটকের অভিযোগ অস্বীকার করেছে।

রাজশাহী ছাত্রশিবিরের বিবৃতি
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শিবির নেতা জসিম উদ্দিন সরকারকে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় সভাপতি হাসান তারিক ও রাজশাহী মহানগর সেক্রেটারি মনিরুল ইসলাম।
তারা বলেন, পুলিশ রাস্তা থেকে তাকে আটকের পর তার পায়ে গুলি করেছে।

নেতৃবৃন্দ বলেন, সাদা পোশাকে এবং কোনো প্রকার পরোয়ানা ছাড়া কাউকে গ্রেপ্তারের বিষয়ে হাইকোর্টের নিষেধাজ্ঞা রয়েছে। তা সত্ত্বেও রাজশাহী মহানগর শিবির সভাপতিকে আটক করে আদালতের আদেশের লংঘন করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা জসিম উদ্দিন সরকারকে অবিলম্বে আদালতে সোপর্দের অনুরোধ জানান।

নেতৃবৃন্দ আরো বলেন, এই অবস্থা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির নমুনা। প্রশাসনের কর্তা ব্যক্তিরা তাদের দায়িত্বশীলতার পরিচয় দিবেন বলেই আমরা আশা করছি। অন্যথায় ছাত্র-জনতা রাজনৈতিক ভাবেই এর মোকাবেলা করবে ইনশাআল্লাহ।

এদিকে, অপর এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর আমির প্রফেসর এম আবুল হাশেম ছাত্রশিবিরের রাজশাহী মহানগর সভাপতি মুহাম্মদ জসিম উদ্দিন সরকারকে আটক করে তার পায়ে গুলি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

Post a Comment

Previous Post Next Post