নোয়াখালীর সেনবাগ কলেজের ছাত্র সংসদের সাবেক ভিপি ফিরোজ আলম (৩৬) এর জানাজায় মানুষের ঢল নেমেছে। মঙ্গল বার বিকেল সাড়ে ৪টায় সেনবাগ পৌরসভার কাদরা ভূঁইয়া বাড়ির দরজায় মরহুমের নামাজের জানাজা শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন, নোয়াখালী পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ আজাদ, সেনবাগ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মফিজুর রহমান, সেনবাগ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান জামায়াত নেতা মাওলানা আবদুল মালেক, বিএনপি নেতা আবদুল্লাহ আল মামুন, আওয়ামীলীগ নেতা গোলাম কবির, সেনবাগ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুজ্জামান চৌধুরী, সমাজ সেবক আবু তাহের ভূঁইয়া, আবদুল ওদুদ, সেনবাগ সাংবাদিক ইউনিটির সভাপতি ফখরুদ্দিন মোবারক শাহ রিপন, সিনিয়র সহ-সভাপতি ফখর উদ্দিন, দৈনিক অধিকারের সম্পাদক গোলাম মোর্তূজা, স্থানীয় কমিশনার গোলাম ছারোয়ার ও কমিশনার মহিন উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য ভিপি ফিরোজ গত সোমবার বিকেলে সেনবাগ উপজেলার সেনবাগ-সোনাইমুড়ি সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় এক মর্মান্তিক সড়ক দূঘটনায় নিহত হয়েছে। মৃত্যূকালে তিনি স্ত্রী ও ৯ মাস বয়সী এক শিশু সন্তান সহ অসংখ্য গুন গ্রাহী রেখে যান। নিহত ফিরোজ সেনবাগ পৌরসভার কাদরা ভুঁইয়া বাড়ির আবুল কাশেম ভূঁইয়ার ছেলে। সে ২০০১-২০০২ শিক্ষা বর্ষে সেনবাগ সরকারি কলেজ ছাত্র সংসদের বিএনপি সমর্থিত ভিপি ছিলো। সে সেনবাগ সরকারি কলেজ ছাত্র সংসদের সর্বশেষ ভিপি ছিলো । এছাড়া সে বর্তমানে নোয়াখালী পৌরসভার ষ্টোর কিপার পদে কর্মরত ছিলো।