ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাছাত্রের নিহতের ঘটনায় আগামীকাল বুধবার সারা দেশে হরতাল ডেকেছে তৌহিদ ই জনতা।
আজ মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে শহরের জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসার (বড় মাদ্রাসা) জ্যেষ্ঠ শিক্ষকদের পক্ষে মাওলানা মোবারক উল্লাহ এ হরতালের ঘোষণা দেন।
মাওলানা মোবারক উল্লাহ সাংবাদিকদের জানান, মাদ্রাসাছাত্র নিহত ও মাদ্রাসায় হামলার প্রতিবাদ, সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) তাপস রঞ্জন বোস, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকূল চন্দ্র বিশ্বাসের অপসারণ ও নিহত মাদ্রাসা ছাত্রের নিহতের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে আগামীকাল বুধবার সারা দেশে সকাল-সন্ধ্যা তৌহিদী জনতার ব্যানারে হরতাল পালিত হবে।
মঙ্গলবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাফেজ মাসুদুর রহমান (২০) নামে ওই মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়। এ ঘটনায় মঙ্গলবার ভোর থেকেই এর প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করছে কওমি মাদ্রাসার ছাত্ররা। রেল স্টেশন ও আওয়ামী লীগ অফিসসহ বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে তারা। পরিস্থিতি মোকাবেলায় শহরে ৪ প্লটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে, আজ বিকেল তিনটায় নিহতের জানাজা জেলা ঈদগা মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সোমবারের ঘটনায় আহত হয়েছে পুলিশসহ অন্তত ৫০ জন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা