নোয়াখালী বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকাদের উত্ত্যক্ত করায় ৪ ছাত্রলীগের কর্মী বহিষ্কার ||

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় একই বিশ্ববিদ্যালয়ের চার ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।

বহিষ্কৃতরা সবাই বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ আবদুস সালাম হল ছাত্রলীগের নেতাকর্মী বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বহিষ্কৃতরা হলো- অর্থনীতি বিভাগের (নবম ব্যাচ) মাহমুদুল হাসান মামুন, এগ্রিকালচার বিভাগের (১০ম ব্যাচ) খায়রুল বাশার বিপ্লব, ফলিত গণিত বিভাগের (১০ম ব্যাচ) শাহীন আলম স্বাধীন এবং আইসি বিভাগের (নবম ব্যাচ) সবুজ ইসলাম।

জানা গেছে, শুক্রবার বিকালে একাডেমিক ভবনের পাশে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষিকা বসে গল্প করছিলেন। এ সময় ওই চারজন ছাত্র শিক্ষিকাদের উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করে।

বিষয়টি নিয়ে শিক্ষিকাবৃন্দ লিখিতভাবে অভিযোগ দায়ের করলে সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির জরুরি বৈঠকে চার ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়।

Post a Comment

Previous Post Next Post