সেনবাগে জামায়াতে ইসলামীর পৌরসভার আমিরের কারামুক্তি সংবর্ধনা ||

নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর সেনবাগ পৌরসভার জামায়াত ইসলামীর আমির মাওলানা মুহাম্মদ হানিফ দীর্ঘ ১ মাস ৪ দিন কারা বরণের পর বৃহস্পতিবার নোয়াখালী কারাগার থেকে জামিনে মুক্তি লাভ করে।

রবিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী সেনবাগ পৌরসভার পক্ষ থেকে  মাওলানা মুহাম্মদ হানিফকে কারামুক্তি সংবর্ধনা দেয়া হয় | উক্ত সংবর্ধনায় সদ্য কারা মুক্ত পৌরসভার আমির মাওলানা মুহাম্মদ হানিফকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন, পৌরসভার জামায়াতের কাউন্সিলর ফজলুল হক, জামায়াত নেতা গিয়াস উদ্দিন মাঈন, শিপন, হারুনসহ স্থানীয় জামায়াত শিবির নেতৃবৃন্দ।

উল্লেখ্য গত ৯ অক্টোবর ২০১৫ শুক্রবার সকালে তার স্থানীয় বাজার থেকে তাকে সেনবাগ থানা ডিবি পুলিশ কতৃক গ্রেপ্তার করা হয় । উপজেলার জিরুয়া গ্রামের জামায়াতের এ নেতা কাদরা হামিদিয়া সিনিয়ার মাদ্রাসার সহসুপার ও জিরুয়া গ্রামের আবদুল বারিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জামায়াতের সাথে সম্পৃক্ততার কারনে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারের পর বিভিন্ন সময় হরতালে গাড়ী পোড়ানো, রাস্তার পাশের সরকারি গাছ কাটাসহ তার বিরুদ্ধে পাঁচটিরও অধিক মামলা দেওয়া হয়েছিল।

(সংবাদটি গুরুত্বপুর্ণ মনে হলে পেইসবুকে লাইক বা শেয়ার করুন)

Post a Comment

Previous Post Next Post