এবার প্রাণভিক্ষার নাটক ! ||

সরকার নিয়ন্ত্রিত কারা কতৃপক্ষ দাবী করেছেন, সাকা-মুজাহিদ প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চেয়েছেন । এখবর সরকার-বান্ধব সব মিডিয়া বিশেষ করে টিভি চ্যানেল গুলো প্রচার করছেন।

অন্যদিকে বাংলাভিষন জানাচ্ছে প্রাণভিক্ষার আবেদন করবেন কিনা একথা জানতে চেয়ে সাকা-মুজাহিদের কাছে যাওয়া ম্যাজিস্ট্রেট এখনো জেল থেকে বেরই হননি। তাহলে সিদ্ধান্তটি কার কাছে জানা গেল ? তাছাড়া সাকা বা মুজাহিদের পরিবারের সাথেও সাক্ষাতের পর এসব আসেনি। এমনি গত দুইদিন থেকে অভিযুক্তদের আইনজীবীদেরও জেলে ঢুকতে দেয়া হচ্ছে না। তাহলে কার মাধ্যমে প্রাণভিক্ষার সিদ্ধান্ত আসলো । এমন কথা বলা হচ্ছে সামাজিক মাধ্যম গুলোতে । আর বলা হচ্ছে, এসব প্রচার করে নৈতিকভাবে দুর্বল করার জন্যই মুলত সরকার ও তার পেটোয়া মিডিয়া উঠে পড়ে লেগেছে। কারণ সাকা-মুজাহিদ বা তাদের পরিবার ভালো করেই জানেন প্রেসিডেন্ট তাদের ক্ষমা করবেন না।

(সংবাদটি গুরুত্বপুর্ণ মনে হলে পেইসবুকে লাইক বা শেয়ার করুন)

Post a Comment

Previous Post Next Post