চৌদ্দগ্রামে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ||

চৌদ্দগ্রাম প্রতিনিধি: চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে বিবাধমান দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ককটেল বিষ্পোরনের ঘটনা ঘটেছে।

রবিবার বিকালে নতুন কমিটি ঘটনকে কেন্দ্র করে নবনির্বাচিত ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ সাইফুল এবং পদবঞ্চিত আরিফ গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এক পর্যায়ে আরিফ গ্রুপের লোকজন সন্ধায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের জগন্নাথদিঘী এলাকায় অবস্থিত রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে তাৎক্ষনিক চৌদ্দগ্রাম থানার তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ এবং সেকেন্ড অফিসার এস আই মোসলেউদ্দিনের নেতৃত্বে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুপ হোসেন মজুমদার কমিটি ঘটনকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়ার বিষয়টি স্বীকার করেন।

www.facebook.com/voiceofsenbag

Post a Comment

Previous Post Next Post