চবিতে শিবিরের হল শাখার সভাপতি-সম্পাদসহ আটক ১৪ ||

চবি : ‘নাশকতাকারীদের ধরতে’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিবির নিয়ন্ত্রিত আব্দুর রব হলে অভিযান চালিয়েছে পুলিশ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযেগিতায় পুলিশের এ অভিযানে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলে।

অভিযানে শিবিরের হল শাখার সভাপতি ও সম্পাদকসহ মোট ১৪ জন শিবিরকর্মীকে আটক করা হয়েছে।

বুধবার বিকেলে ৪টার দিকে এ অভিযান শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের সহকারি প্রক্টর আনোয়ার চৌধুরী বলেন, ‘আব্দুর রব হলে শিবিরের নেতাকর্মীরা নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছে এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়েছে।’

হাটহাজারী থানার ওসি মোহাম্মদ ইসমাঈল বলেন, ‘আব্দুর রব হলে তল্লাশি চালিয়ে হল শাখা শিবিরের সভাপতি জাহিদ সাধারণ সম্পাদক জোবায়েরসহ শিবিরের মোট ১৪জনকে আটক করা হয়েছে। হল থেকে বিপুল পরিমাণ জিহাদি বই ও তিন বস্তার পাথার উদ্ধার করা হয়েছে ‘

উল্লেখ্য, গত ২ নভেম্বর ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে শিবিরকে ‘সেল্টার’ দেয়ার অভিযোগ আনে। নানা অভিযোগ এনে ১০ নভেম্বরের মধ্যে দাবি আদায় না হলে ১১ নভেম্বর থেকে আন্দোলনে যাওয়ার হুমকিও দিয়েছিল চবি ছাত্রলীগ। তবে গতকাল সেই আন্দোলন থেকে সরে আসার পর শিবিরের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় এ অভিযান চালাচ্ছে।

(সংবাদটি গুরুত্বপুর্ণ মনে হলে পেইসবুকে লাইক বা শেয়ার করুন)

Post a Comment

Previous Post Next Post