গরুর মাংসে নিষেধাজ্ঞার পাগলামি বন্ধ করুন: মহারাষ্ট্র সরকারকে ওয়াইসি ||

অল ইন্ডিয়ান মাজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন-এর প্রধান আসাদউদ্দিন ওয়াইসি ভারতের মহারাষ্ট্র সরকারের প্রতি আহবান জানিয়ে বলেছেন, গরুর মাংসের ওপর নিষেধাজ্ঞা জারির পাগলামি বন্ধ করুন। বিজেপির নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকার জইন সম্প্রদায়ের উপবাস সপ্তাহ উপলক্ষ্যে রাজ্যের বিয়ান্দ্রা এলাকায় আটদিনের জন্য গরুর মাংস কেনাবেচা এ খাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে মঙ্গলবার সাংবাদিকদের সাথে আলাপকালে ওয়াইসি বলেন, "এটা একটা নিরেট পাগলামি। যদি আগামীকাল আমি ঘোষণা দেই যে, ঈদুল আযহা উপলক্ষ্যে মুম্বাইতে কোনো সবজি বেচাকেনা হবেনা, সবাইকে গরু খেতে হবে। তাহলে আপনারা কি এটা সহ্য করবেন?" মুসলমানদের ওপর ভারত সরকারের নানা ধরেনর নিপীড়নমূলক আচরণের কট্টর সমালোচক ওয়াইসি আরো বলেন, এটা তো আসলে শুধু মুসলমানদের কোনো ইস্যু নয়, বরং একটি অর্থনৈতিক ইস্যু। নিষেধাজ্ঞা চলাকালীন এই ব্যবসার সাথে জড়িত গরীব শ্রমিকরা কিভাবে তাদের খাবার জোগাড় করবে?" এ বিষয়ে রাজ্যের মূখ্যমন্ত্রী দেবেন্দ্র ফেদনাভিসের হস্তক্ষেপ কামনা করে তিনি বলেন, মুখ্যমন্ত্রী উচিত হবে তার বিশেষ ক্ষমতাবলে এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়ন হতে না দেয়া। জৈন সম্প্রদায়ের উপবাস কর্মসূচি ১১ সেপ্টেম্বর শুরু হয়ে ২৭ তারিখ পর্যন্ত চলবে। তবে সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট করে দেয়া হয়নি যে, কোন আট দিন গো-মাংস বেচাকেনা বন্ধ থাকবে।

সূত্রঃ হিন্দুস্তান টাইমস

Post a Comment

Previous Post Next Post