সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ সাত বছর পর গতকাল বুধবারে অনুষ্ঠিত হয়েছে সেনবাগ উপজেলা ও পৌর বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন। বুধবার বিকাল ৩টায় ছমিরমুন্সির হাট ড্রীম কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপির সভাপতি সাবেক বিরোধীদলীয় চীফ হুইপ জয়নুল আবদিন ফারুক এর সভাপতিত্বে ও সাহাব উদ্দিন রাসেলের সঞ্চালনে অনুষ্ঠিত হয়।
সম্মেলন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নোয়াখালী জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার মেয়র মোঃ হারুনুর রশিদ আজাদ, নোয়াখালী জেলা জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সভাপতি আবদুর রহমান, সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট জাকিারিয়া, সেনবাগ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী, মমিন উল্যা চেয়ারম্যান, পৌর বিএনপির সাবেক সভাপতি জাহিদুল হক সবুজ, সাবেক সাধারণ সম্পাদক ফারুক বাবুল, উপজেলা যুবদল সভাপতি মির্জা মোঃ মোস্তফা, নোয়াখালী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাবের হোসেন প্রমুখ।
সম্মেলনে জয়নুল আবদিন ফারুক উপজেলা বিএনপির সভাপতি ও মোক্তার হোসেন পাটোয়ারী সাধারণ সম্পাদক নির্বাচিত হন, অপরদিকে পৌর বিএনপির সভাপতি নির্বাচিত হন চট্টগ্রামস্থ জাতীয়তাবাদী ফোরামের সভাপতি জহিরুল ইসলাম লিটন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোঃ শহিদ উল্যা।
সম্মেলনে উপস্থিত সকলের সামনে উপজেলা ও পৌর বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করেন নেতৃবৃন্দ । পরে ষ্টেইজে বসে কমিটি ২টি অনুমোদন দেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ আজাদ।
www.facebook.com/Voiceofsenbag