সেনবাগ প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে উপজেলার জয়নগর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর এক ছাত্রী (১৫) কে অপহরণ করতে এসে একটি দেশীয় অস্ত্র ও এক রাউন্ড গুলিসহ মো: কাজী ইমন (১৮) নামের এক সন্ত্রাসীকে হাতেনাতে আটক করে পুলিশে সোপার্দ করেছে স্থানীয় জনতা ।
আটককৃত ইমন বীজবাগ ইউনিয়নের কাজীরখিল গ্রামের মৃত আবদুল গোফরানের ছেলে। এ সময় ঘটনার মুল নায়ক অস্ত্রধারী রাসেল পালিয়ে যায়। রাসেল কাজীরখিল গ্রামের সালা উদ্দিনের ছেলে ।
স্থানীয়রা জানায়, রাসেল বহুদিন থেকে ছাত্রীটিকে প্রেম নিবেদন করে আসছিলো । প্রায় সে স্কুলে আসা যাওয়ার পথে ছাত্রীটিকে উত্তাক্ত করতো। বিষয়টি স্কুলছাত্রী ও তার অভিভাবকরা বিদ্যালয়ের পরিচালনা কমিটি ও কর্তৃপক্ষকে অবহিত করলে রাসেল ক্ষিপ্ত হয়। এর জের ধরে ০১ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে একটি ফাইভগান ও তার সহযোগী ইমনকে সঙ্গে করে নিয়ে স্কুল ছাত্রীকে অপহরণের উদ্যেশ্যে বিদ্যালয়ের কাছাকাছি একটি ব্রিক ফিল্ডের কোনায় ওত পেতে থাকে। বিষয়টি স্থানীয় এলাকাবাসী টের পেয়ে সন্ত্রাসীদের ধাওয়া করলে ঘটনার মুল নায়ক অস্ত্রধারী রাসেল পালিয়ে যায়, এ সময় স্থানীয় জনতা একটি দেশীয় অস্ত্রসহ রাসেলের সহযোগী ইমনকে হাতেনাতে আটক করে সেনবাগ থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সেনবাগ থানার এসআই হাবিবুর রহমান সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে অস্ত্র সহ সন্ত্রাসী ইমনকে থানায় নিয়ে আসে।
www.facebook.com/Voiceofsenbag