দাগনভুঁঞার ১নং সিন্দুরপুর ইউনিয়নের সত্যপুর গ্রামে যুবলীগ নেতা শহীদের বাড়ির ৮টি ঘর ভেঙ্গে তচছনছ করে দিয়েছে স্থানীয় রনি নামের এক ছাএলীগ নেতার নেতৃত্বে এলাকার শীর্ষ সন্ত্রাসীরা।
এতে ওই সব ঘরের নারী শিশুসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে । আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে । মঙ্গলবার রাত দশটার দিকে এই ঘটনা ঘটে ।
ইভটিজিংয়ের ঘটনায় জড়িত থাকা নিয়ে ছাএলীগ নেতা রনি ও যুবলীগ নেতা শহিদ হোসেন রানা কথা কাটাকাটির জের ধরে মঙ্গলবার রাত দশটার দিকে এই ঘটনা ঘটে ।
দাগনভুঞার থানার ওসি তদন্ত আজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার বলেন , এই ঘটনায় থানায় মামলা প্রস্ততি চলছে ।
স্থানীয়রা জানায় ,ইভটিজিংয়ের ঘটনায় জড়িত হওয়ায় ছাএলীগ নেতা রনিকে শাসিয়ে দেয় যুবলীগ নেতা শহিদ হোসেন রানা । এই ঘটনার জের ধরে যুবলীগ নেতা শহীদের বাড়ির ৮টি ঘর ভেঙ্গে তচছনছ করে দিয়েছে ছাত্রলীগ নেতা রনির নেতৃত্বে সন্ত্রাসীরা । রনি স্থানীয় আওয়ামীলীগের সাধারন সম্পাদক নূর নবীর ভাইপো হওয়ায় তার সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধে মুখ খুলতে সাহস
পাচ্ছে না ভুক্তভোগীরা ।
www.facebook.com/Voiceofsenbag