ঢাকা : আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রেখে সুপ্রিম কোর্ট পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর জামায়াতে ইসলামী বলছে, সরকার মুজাহিদকে হত্যা করতে চায়। আর এ কারণেই মানবতাবিরোধী অপরাধের মিথ্যা মামলা দিয়ে বিচারের নামে প্রহসন হয়েছে।
বুধবার দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে এ অভিযোগ করেন।
জামায়াত আমিরের বিবৃতিতে বলা হয়, “সরকার জামায়াতকে নেতৃত্ব শূন্য করতেই নেতৃবৃন্দের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে বিচারের নামে প্রহসনের আয়োজন করেছে। মুজাহিদ সরকারের সেই ষড়যন্ত্রের শিকার। সরকার তাকে হত্যা করার উদ্দেশে তথাকথিত মানবতাবিরোধী অপরাধের মিথ্যা অভিযোগে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ নেই। কোন প্রত্যক্ষদর্শীর সাক্ষীও নেই।”
Tags:
রাজনীতি