নিজস্ব প্রতিনিধি :
সিলেট এক মহিলাকে প্রকাশ্যে দিবালোকে রাস্তায় ফেলে পিটিয়েছেন এক ব্যবসায়ী। মঙ্গলবার দুপুরের দিকে নগরীর আম্বরখানায় সেন্ট্রাল প্লাজার সামনে এ ঘটনা ঘটে। পরে আম্বরখানা পয়েন্টে দায়িত্বরত পুলিশ তাদের উভয়কেই আম্বরখানা পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, প্রায় তিন মাস ধরে তার টেইলার্সে কাজ করে আসছিলেন নাজমা আক্তার (৩০)। গত কয়েক দিন ধরে তিনি কাজে অনুপস্থিত ছিলেন।
মঙ্গলবার নাজমা কাজে আসলে প্রতিষ্ঠানের মালিক তপু তাকে গালিগালাজ করেন। একপর্যায়ে নাজমা প্রতিষ্ঠান থেকে বেরিয়ে গেলে তপু তাকে ধাওয়া করে আম্বরখানা সেন্ট্রাল প্লাজার সামনে রাস্তায় ফেলে মারধর করেন। স্থানীয় মানুষের শোরগোল শুনে আম্বরখানা পয়েন্টে দায়িত্বরত পুলিশ সদস্য নাজিম উদ্দিনসহ আরো কয়েকজন কনস্টেবল ঘটনাস্থলে পৌঁছে উভয়কে আম্বরখানা পুলিশ ফাড়িতে নিয়ে যান।
পুলিশের কাছে নাজমা অভিযোগ করেন, আমি আমার গত তিন মাসের পাওনা টাকা চাইতে এলে তপু আমাকে গালিগালাজ করেন। আমি বাসায় চলে যেতে চাইলে তিনি আমাকে ধাওয়া দিয়ে মারধর করেন। এ ব্যাপারে হাবিলদার নাজিম উদ্দিন জানান, ‘পাবলিক এক মহিলাকে ঘিরে রেখেছে দেখে আমি ওই মহিলা ও ব্যবসায়ীকে দিয়ে আসি।’
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌছুল হোসেন গণমাধ্যমকে বলেন, ‘ব্যবসায়ী তপু আওয়ামী লীগ নেতা শেফুলের ভাই। আর ওই নারী তপুর টেইলার্সের দোকানে কাজ করে। তপুর দোকন থেকে মহিলা কিছু কাপড় বাসায় নিয়ে যায়। তাই তপু ওই মহিলাকে আজ আটক করে। থানায় নিয়ে যাওয়ার পর তাদের দু’জনের মধ্যে সমঝোতা হয়। নাজমা নগরীর শেখঘাট এলাকার বাসিন্দা বলে জানা যায়।