অ্যাপোলো হাসপাতালে ৫১ ধরনের অননুমোদিত ওষুধ জব্দ, ১৬ লাখ টাকা জরিমানা ||

রাজধানীর বসুন্ধরায় অ্যাপোলো হাসপাতালের ফার্মেসিতে অভিযান চালিয়ে ৫১ ধরনের অননুমোদিত ওষুধ উদ্ধার করেছে র‌্যাব। মঙ্গলবার দুপুরে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। এ সময় কর্তৃপক্ষকে ১৬ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি আহমেদ বলেন, ‘নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদের নেতৃত্বে অ্যাপোলো হাসপাতালে র‌্যাব-১ এর একটি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।’ তিনি বলেন, ‘এ সময় সেখানে ৫১ ধরনের অনুমোদনহীন ওষুধ পাওয়া গেছে। ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন না থাকায় ওষুধগুলো জব্দ করে আদালত। এ ঘটনায় হাসপাতালটিকে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।’ অভিযানের সময় আরো উপস্থিত ছিলেন- র‌্যাব-১, ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি-৩)- এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ। এ বিষয়ে র‌্যাব-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদ বলেন, ‘জব্দকৃত অনুমোদনহীন ৫১ ধরনের ওষুধের অধিকাংশই ব্যথানাশক।’ তিনি বলেন, ‘ওষুধগুলোর মধ্যে কয়েকটি আইটেম দেশি। বাকি সব ওষুধ বিদেশ থেকে আমদানি করা।’ অনুমোদনহীন এইসব ওষুধ রাখায় অ্যাপোলো হাসপাতালের ফার্মেসি সংশ্লিষ্ট চারজনকে মোট ১৬ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে প্রত্যেকের তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আলম। ফার্মেসির ব্যবস্থাপক আব্দুর রহমান জানান, ‘জব্দকৃত ওষুধগুলোর ড্রাগ লাইসেন্স নেই। তবে কিছু সংখ্যক আইটেমের বিএসটিআই এর অনুমোদন রয়েছে।

Post a Comment

Previous Post Next Post