আ’লীগ-জাসদ তুমুল সংঘর্ষ, হাতবোমা বিস্ফোরণ, গুলাগুলি : আহত ১০ ||

নিজস্ব প্রতিনিধি :
দলীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে কুষ্টিয়ার ভেড়ামারায় আওয়ামী লীগ ও জাসদের মধ্যে সংঘর্ষ, হাতবোমা বিস্ফোরণ ও গুলাগুলির ঘটনা ঘটেছে। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি সহ ইউনিয়ন আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ’র অফিসসহ একটি কোচিং সেন্টার ভাংচুর করা হয়। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। এ বিষয়ে ভেড়ামারা থানায় আওয়ামী লীগ ও জাসদ পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

জানা গেছে, এলাকায় প্রভাব বিস্তার কে কেন্দ্র করে কয়েক দিন ধরেই উত্তপ্ত অবস্থা বিরাজ করছিল উপজেলার ইসলামপুর গ্রামে। গতকাল রাত ৮ দিকে জাসদ সমর্থিত নেতাকর্মীরা আচমকা হামলা চালায় বাহাদুরপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক রুমেল মাষ্টারের কোচিং সেন্টারে। এ সময় পাশ্ববর্তী আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের অফিসে হামলা চালিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃত পদদলিতসহ অফিস ভাঙচুর করে তারা।

এ সংবাদ দ্রুত ছড়িয়ে পড়লে আওয়ামীলীগ নেতাকর্মীরা সংঘবদ্ধ হয় পালটা আক্রমণ করে। এ সময় উভয় পক্ষের মধ্যে হাতবোমা বিস্ফোরণ ও গুলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় নাহিদ (২৫), সজীব (২৮), রুমেল (৩৪) সহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।

ණযুবলীগ নেতা রুমেল মাষ্টার জানিয়েছেন, জাসদে যোগ দেওয়ার জন্য নেতাকর্মীরা আওয়ামীলীগ নেতাকর্মীদের উপর হামলা-মামলার ভয় দেখিয়ে আসছিল। নেতাকর্মীরা তাদের কথা মত জাসদে যোগ না দেওয়ায় তারা পরিকল্পিত ভাবে এ হামলা চালায়। এ দিকে আওয়ামীলীগের সব অভিযোগ অস্বীকার করে জাসদ নেতা হাসান সরোয়ার জানিয়েছেন, তারা নিজেদের মধ্যে কোন্দলের দায়ভার আমাদের উপর চাপাচ্ছে।

http://newsorgan24.com/detail/11972

Post a Comment

Previous Post Next Post