মুজিবুর ও পরওয়ারের মুক্তির দাবিতে মঙ্গলবার জামায়াতের বিক্ষোভ ||

ঢাকা: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এবং জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের মুক্তির দাবিতে আগামীকাল মঙ্গলবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত। এ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার জন্য বিবৃতিতে সকল শাখার প্রতি আহবান জানানো হয়।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এ কর্মসূচির ঘোষণা করেন।

বিবৃতিতে তিনি বলেন, “অধ্যাপক মুজিবুর রহমান একটি বাসায় শ্রমিককল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠক করছিলেন। সেখান থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে গ্রেফতার করে। ঘরোয়া একটি বৈঠক থেকে জামায়াতের নেতৃবৃন্দকে এভাবে গ্রেফতার করা আইনের দৃষ্টিতে চরম অন্যায়। ১৩ জন নেতা-কর্মীকে শুধু  গ্রেফতারই করা হয়নি, বরং তাদের নিকট থেকে ২০টি বোমা পাওয়া গেছে মর্মে একটি নাটক সাজানো হয়েছে।

জামায়াতকে নেতৃত্বশূন্য করে একদলীয় শাসন কায়েমের লক্ষ্যে সরকার ফ্যাসিবাদী কায়দায় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ওপর নির্যাতন চালাচ্ছে। অথচ সভা-সমাবেশ করা প্রত্যেকটি নাগরিকের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার।

বিবৃতিতে তিনি আরও বলেন, সরকারের জুলুম-নিপীড়নের প্রতিবাদে এবং নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবিতে আগামীকাল ৮ সেপ্টেম্বর দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি। ঘোষিত এ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার জন্য আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখার প্রতি আহবান জানাচ্ছি এবং দেশবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি।”

Post a Comment

Previous Post Next Post